শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


হলিউডে আলিয়া।

ঈশ্বর যেন তাঁকে উজাড় করে সব দিয়েছেন আর তিনিও সজত্নে রক্ষা করে চলেছেন সবকিছুই— হ্যাঁ, ঠিকই পড়ছেন। আলিয়া ভাটের গর্ভে প্রথম সন্তান এবং হলিউডে প্রথম কাজ— জীবনে প্রথম বার এমন আশ্চর্য সমাপতন আলিয়া ভট্টের জীবনে। কী ভাবে পারলেন সব দিক সামলে ঘরে ফিরতে? অভিনেত্রীর কথায়, ‘হার্ট অফ স্টোন’ শ্যুটিংয়ের সেটে নির্মাতারই সব কিছু অত্যন্ত সহজ করে সামলে দিয়েছিলেন।
বলিউডে কোটি দর্শকের মন জিতে নিয়ে বিশ্বের মঞ্চেও ভালোই পারফর্ম করে ফিরলেন আলিয়া। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা গেল গ্যাডট এবং জেমি ডরনান। যাঁরা তাঁকে ক্রমাগত অনুপ্রাণিত করেছেন।
তবে এবার আর অন্য কোনও নতুন ছবির চুক্তিতে না গিয়ে বর্তমানে পুরোপুরি বিশ্রাম নিতে চলেছেন ‘গঙ্গুবাঈ’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হলিউডে এটি তাঁর প্রথম কাজ। তার উপর তিনি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ হয়েছে। যে আতিথেয়তা, যে যত্ন ইউনিট করেছে তা কল্পনার অতীত, বক্তব্য আলিয়ার।
আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ মুক্তি পাবে ৫ অগস্ট। জীবনে কত কিছুই যে একইসঙ্গে অনুভব করছেন অভিনেত্রী! সব মিলিয়ে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে এমন রেলগাড়ির মতোই ছুটছে আলিয়ার জীবন। হাতের সব ছবির কাজ শেষ হলেও নতুন এক সফর শুরু হতে চলেছে যেন তাঁর জীবনে।

Skip to content