বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


শেষ পর্যন্ত বিজেপি-র সঙ্গ ছাড়লেন নীতীশ কুমার। তিনি বিকেলে নাগাদ রাজভবনে যাবেন। তার আগে আবশ্য নীতীশ যান রাবড়ি দেবীর বাসভবনে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বলেন, ‘‘দলের সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। তাই এই সিদ্ধান্ত।’’
নীতীশকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসছে কংগ্রেস। ২০২০ আরজেডির সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়েছিল কংগ্রেস। এদিকে, মহাজোটের নেতা নির্বাচিত হয়েছেন নীতীশই। কংগ্রেস, আরজেডি, সিপিআই, সিপিআইএমএল এবং সিপিএমের সঙ্গে মহাজোট করে নতুন সরকার গড়বে নীতীশ কুমারের জেডিইউ।
জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে মিছিল করে রাজভবনে যাবেন। রাজভবনে ইস্তফা দিয়ে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান নীতীশ কুমার। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের সঙ্গেও নীতীশ দেখা করে কথা বলেন।

Skip to content