মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবারই তাইওয়ান সফরে এসেছেন। সেই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে চিন। তবে পিছিয়ে নেই আমেরিকাও। তাইওয়ানের পূর্বে তাঁরা মোতায়েন করেছে চারটি যুদ্ধজাহাজ। একটিতে আবার রয়েছে যুদ্ধবিমান। যদিও আমেরিকা এসব অস্বীকার করে বলছে, ‘নিয়মমাফিক’ই মোতায়েন হয়েছে এই যুদ্ধবিমান।
তাঁরা যে যুদ্ধবিমান বহনকারী জাহাজটি মোতায়েন করেছে তার নাম ইউএসএস রোনাল্ড রেগান। আপাতত তাইওয়ানের পূর্বে ফিলিপিন্স সাগরে রয়েছে আধুনিক প্রযুক্তির সেই রণতরী। এটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতসম্পন্ন একটি জাহাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, ‘এই যুদ্ধজাহাজগুলো সব ধরনের আক্রমণ ঠেকাতে পারদর্শী। তবে এখন এগুলি নিয়মমাফিক ভাবে মোতায়েন করা হয়েছে।’
পেলোসি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমানোর লক্ষ্যে তাইওয়ান সফরে এসেছেন। চিনের সঙ্গে পশ্চিম এশিয়ার বাকি দেশগুলোর উত্তেজনার কেন্দ্রে রয়েছে দক্ষিণ চিন সাগর। সেখানে মেডিয়ান লাইন তাইওয়ান এবং চিনের এলাকা ভাগ করে দিয়েছে। দুই পক্ষই এই লাইন অতিক্রম করে না। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় যে এই মেডিয়ান লাইনের কাছে উড়েছে চিনের বিমান। সোমবার থেকেই ওই অঞ্চলে সক্রিয়তা বাড়িয়েছে বেজিং। এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি তারা।
তবে তাইওইয়ান জানিয়েছে এক্ষেত্রে তাঁরা প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ন্যান্সি পেলোসি এবং সঙ্গীদের সফর শুরুর আগেই অন্তত ২১টিরও বেশি চিনা ফাইটার জেট তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। সামরিক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, আসলে সামরিক অভিযান শুরুর বার্তা দিতে চেয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বেজিং তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে পারে এই ভেবে সতর্ক ছিল আমেরিকাও। মঙ্গলবার রাতে পেলোসি ও তাঁর সফরসঙ্গীরা তাইপেইয়ের উদ্দেশে রওনা হওয়ার পর নিরাপত্তা কথা ভেবে জাপানের বিমানঘাঁটি থেকে আমেরিকার বিমানবাহিনীর ১৩টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন তাইওয়ানে উড়ে আসে।
বিমানবন্দরে পেলোসি এবং আমেরিকার কংগ্রেসের প্রতিনিধিদলকে স্বাগত জানান তাইওয়ানের বিদেশমন্ত্রী জোশেফ য়ু। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানবন্দরের একপ্রকার অন্ধকার রানওয়েতে পেলোসিরা হেঁটে আসছেন টর্চের আলোয়। মনে করা হচ্ছে সম্ভবত চিনা বিমান হামলার আশঙ্কাতেই আলো নিভিয়ে ফেলা হয়েছিল বিমানবন্দরে।

Skip to content