মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির নাম নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি হসপিটাল। সোমবার দুপুর নাগাদ ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন অন্তত তিন জন রোগী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কম পক্ষে ১০ জন মারা গিয়েছেন। সেই সঙ্গে ওই হাসপাতালে আর কতজন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ চলছে। দমকল বাহিনী প্রাণপণে চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনার। হাসপাতাল সূত্রের খবর, মৃতদের মধ্যে বেশির ভাগই হাসপাতালের কর্মী।
#WATCH | Madhya Pradesh: Fire breaks out at Jabalpur Hospital. Further details awaited pic.twitter.com/RdjjqARKIY
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 1, 2022
ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতাল চত্বরটি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর আগুনের লেলিহান শিখা ক্রমশ বেরিয়ে আসছে। হাসপাতাল থেকে দ্রুত বের করে আনা হচ্ছে রোগীদের। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।