১০০ পর্বে পা দিল ‘উড়ন তুবড়ি’। শ্যুটিং সেটেই একশো পর্ব সেলিব্রেশন করলেন গোটা টিম। মার্চ মাসের শেষের দিকে শুরু হয়েছিল ‘উড়ন তুবড়ি’। তিন বোন আর তাদের দুঃখী মায়ের গল্পই প্রধান উপজীব্য এই ধারাবাহিকের। ছোট পর্দায় প্রথমবার সোহিনী বন্দ্যোপাধ্যায় আর স্বস্তিক ঘোষের যুগলবন্দি অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল।
খুব অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা লাভ করেছিল সোহিনী ও স্বস্তিকর টক-ঝাল-মিষ্টি রসায়ন। তুবড়ি ও অর্জুনের বিয়ের পর পারিবারিক ঝামেলা, স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা সব মিলিয়ে এগিয়ে চলছে উড়ন তুবড়ির গল্প।
খুব অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা লাভ করেছিল সোহিনী ও স্বস্তিকর টক-ঝাল-মিষ্টি রসায়ন। তুবড়ি ও অর্জুনের বিয়ের পর পারিবারিক ঝামেলা, স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা সব মিলিয়ে এগিয়ে চলছে উড়ন তুবড়ির গল্প।
এভাবেই দর্শকের ভালোবাসায় দেখতে দেখতে ১০০ পর্ব পেরিয়ে গেল স্টার জলসার এই ধারাবাহিক। কিন্তু সপ্তাহের রেটিং বলছে এই ধারাবাহিকের টিআরপি কমছে। ১০০ পর্বে পৌঁছে বিষয়টা নিয়ে বেশ চিন্তিত গোটা টিম। এই প্রসঙ্গে সোহিনী ওরফে ডাকাবুকো, প্রতিবাদী তুবড়ি জানান, টিআরপি কমে যাওয়া নিয়ে আমি হতাশ হই না। আবার টিআরপি বেড়ে গেলেও খুব উচ্ছ্বসিত হই না। ধারাবাহিকে ওঠা পড়া তো থাকবেই। আমরা সব সময় আমাদের ১০০ শতাংশ দিয়ে অভিনয় করার চেষ্টা করি এখনও করবো।