নীরজ
কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতের কাছে। চোটের কারণে বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়ার পর তাঁকে নিয়ে কমনওয়েলথেও পদক জয়ের আশা ছিল ভারতের। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে জ্যাভলিন ছোড়ার সময় চোট পান তিনি। ম্যাচ শেষে নিজের মুখেই সে কথা জানিয়েছিলেন। সেই চোট নিয়েই ৮৮.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে নজর কেড়েছিলেন তিনি। চোটের জন্য তিনি অনেকটা অনিশ্চিত ছিলেন আসন্ন কমনওয়েলথ গেমসে।
ফাইনালের পর তিনি জানিয়েছেন, তাঁর জ্যাভলিন ছুড়তে বেশ কষ্ট হচ্ছিল। দৌড়নোর সময় যন্ত্রণা হয়েছে। নীরজ জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে চোট কতটা গুরুতর। আশা করছি কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারব। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। চিকিৎসকদের পরামর্শ নিয়েই কমনওয়েলথে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। তখন থেকেই জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আজ সত্যিই হল।
ফাইনালের পর তিনি জানিয়েছেন, তাঁর জ্যাভলিন ছুড়তে বেশ কষ্ট হচ্ছিল। দৌড়নোর সময় যন্ত্রণা হয়েছে। নীরজ জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে চোট কতটা গুরুতর। আশা করছি কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারব। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। চিকিৎসকদের পরামর্শ নিয়েই কমনওয়েলথে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। তখন থেকেই জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আজ সত্যিই হল।
ইতিমধ্যেই ভারতের অলিম্পিক্স সংস্থাকে নীরজ জানিয়ে দিয়েছেন যে, কমনওয়েলথে অংশ নিতে পারবেন না তিনি। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-র সচিব রাজীব মেহতাও জানিয়েছেন, চোটের জন্য নীরজ এবার কমনওয়েলথে অংশ নিতে পারবেন না। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ। একই বছরই এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এরপর আবার একবার অলিম্পিক্সে সোনা জেতার স্বপ্ন ছিল নীরজের। কিন্তু সেই স্বপ্ন ধাক্কা খেল। ফের অলিম্পিক্সে পদক জিততে অপেক্ষা করতে হবে আরও বছর চারেক।