ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার সংসদের সেন্ট্রাল হলে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁকে শপথবাক্য পাঠ করালেন। দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হলেন। এদিন সকালে শপথ নেওয়ার আগে তিনি রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেখা করেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও।
দ্রৌপদী ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। এদিন তিনি সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ‘আমি সবার আশীর্বাদে দেশের রাষ্ট্রপতি হয়েছি। প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়ে নিজেকে খুন সৌভাগ্যবান মনে হচ্ছে।’
President Droupadi Murmu receives thunderous applause at the Central Hall of the Parliament.
(Source: Sansad TV) pic.twitter.com/PMnWjRelGP
— ANI (@ANI) July 25, 2022