রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আজ আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো। এমন অনেক শব্দ থাকে যেগুলোর বানান লেখার সময় আমরা যে ‘Alphabet’গুলি লিখি, তার সবগুলো উচ্চারণ করি না বা একই ‘Alphabet’-এর উচ্চারণ বিভিন্ন রকম হতে দেখি। আজ সেই সমস্ত ‘Word’ নিয়েই আলোচনা করবো।

প্রথমেই বলবো ‘th’-এর উচ্চারণ নিয়ে

‘th’-এর উচ্চারণ দু’ রকমের হয়:

1. যখন ‘th’-এর পরে কোনও Vowel (A, E, I, O, U) থাকে, তখন তার উচ্চারণ ‘দ’ হয়।
Eg: Them-দেম

Though — দো
There — দেয়ার
Brother — ব্রাদার

2. যখন ‘th’- এর পরে কোনও ‘Consonant’ (A, E, I, O, U বাদে বাকি ‘Alphabet’) থাকে বা কিছুই না থাকে, তখন তার উচ্চারণ ‘থ’ হয়।
Eg: Through — থ্রু
Throw — থ্রো
Fourth — ফোর্থ
Earth — আর্থ
Birthday — বার্থডে

এবার দ্যাখো কয়েকটি মজার বিষয়:
Cloth — ক্লথ
Clothed — ক্লোদড

Cloth-এর শেষে ‘th’ আছে, তাই উচ্চারণ হল ‘থ’ কিন্তু Clothed-এ ‘th’-এর পরে Vowel ‘E’ রয়েছে, তাই তার উচ্চারণ হল ‘দ’।
Breath — ব্রেথ
Breathe— ব্রিদ

Breath-এর শেষে ‘th’ আছে, তাই উচ্চারণ হল ‘থ’ কিন্তু Breathed-এ ‘th’-এর পরে Vowel ‘e’ রয়েছে, তাই তার উচ্চারণ হল ‘দ’।

এবারে আসি ‘gh’-এর কথায়

‘gh’-এর বিভিন্ন রকম উচ্চারণ হয়

1. ‘gh’-দিয়ে যদি শব্দ শুরু হয় তখন তার উচ্চারণ হয় ‘গ’
Eg:
Ghost — গোস্ট
Ghastly — গাস্টলি

2. কিছু কিছু শব্দ আছে যেগুলোতে ‘gh’- এর কোনো উচ্চারণ হয় না।
Eg: Through— থ্রু
Plough – প্লাও
High – হাই
Sigh – সাই
Light – লাইট
Might – মাইট
3. আবার কিছু কিছু শব্দ আছে যেগুলোতে ‘gh’-এর উচ্চারণ ‘ফ’ হয়।
Eg: rough — রাফ
Tough — টাফ
Cough — কফ

এবারে আমরা দেখবো সেই সব শব্দগুলো যাদের বানানে “l” রয়েছে কিন্তু তার উচ্চারণ হয় না।
Eg: Palm — পাম
Calm — কাম
Could — কুড
Should — শুড
Would — উড

এবারে এসো দেখি সেই সব শব্দগুলো যাদের বানানে ‘b” রয়েছে কিন্তু তার উচ্চারণ হয় না।
Eg: doubt — ডাউট
Debt — ডেট
Dumb — ডাম
Bomb — বম
আজ এই পর্যন্ত থাক। সঙ্গে দেওয়া YouTube link-টা দ্যাখো, আরও কিছু উদাহরণ আছে। পরের ক্লাসে আরও এই ধরনের কিছু শব্দ নিয়ে আলোচনা করবো।
সংশোধনী: আজ শুক্রবার ‘দেখছি, লিখছি কিন্তু বলছি না’ শীর্ষক যে ভিডিওটি ‘YouTube’-এ আপলোড করা হয়েছে তাতে একটি সংশোধন রয়েছে। ‘b’ অক্ষরটি ‘silent’ বোঝাতে গিয়ে ‘debut’ শব্দটি উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে। কিন্তু এখানে ‘b’ নয়, ‘t’ অক্ষরটি ‘silent’. পরের ক্লাসে আরও বিশদে এটি নিয়ে আলোচনা করা হবে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত ও মার্জনাপ্রার্থী।

Skip to content