ফেসবুকে মগ্ন থাকলে আশে পাশে কী ঘটছে বেশির ভাগ মানুষেরই কোনও হুঁশ থাকে না। বিষয়টি যে একেবারেই ভুল নয়, তার জলজ্যান্ত উদাহরণ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ঘটনাটি। একরত্তি মেয়েকে বাথটবে স্নানে বসিয়ে জল ছেড়ে ধূমপান করতে বাইরে চলে যান বছর ২৬-এর ডানিয়েল জেমস গ্যালাঘার। এরপরই শিশুকন্যার বাবা ডানিয়েল ফেসবুকে ব্যস্ত হয়ে পড়েন। ফেসবুকে তিনি এতটাই মগ্ন ছিলেন, মেয়েকে যে বাথটবে স্নানে বসিয়ে এসেছেন সে কথা তিনি বেমালুম ভুলে গিয়েছেন। এরপরই সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল। ৭ মিনিট পর যখন মেয়ের কথা মনে পড়ে ততক্ষণে সব শেষ। বাথটব জলে ভরে গিয়েছে, তাতে উপুড় হয়ে পড়ে রয়েছে ছোট্ট লিয়া-র নিথর দেহ। বাথটবে ডুবেই মৃত্যু হয় শিশুকন্যার।
জানা গিয়েছে, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন ডানিয়েল। তার জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় তাঁর। কিন্তু সে যাত্রায় তাঁকে বাঁচানো গেলেও এবার আর প্রাণে বাঁচানো গেল না লিয়াকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ডানিয়েলের বিরুদ্ধে যে মামলা চলছিল, তাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। নিজের ভুলেই যে কন্যার মৃত্যু হয়েছে সে কথাও তিনি আদালতে অকপট স্বীকার করে নিয়েছেন।