রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি

দোষী সাব্যস্ত সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। বৃহস্পতিবার ২০০৩ সালের মানব পাচার সংক্রান্ত এক মামলায় তাঁকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশের পর দালেরকে গ্রেফতারও করা হয়েছে। মামলাটি ১৯ বছরের পুরানো। ২০১৮ সালে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেছে পটিয়ালা আদালত। গায়কের জামিনের সব আবেদন খারিজ করে দেয় আদালত। তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, দালের ও তাঁর ভাই সামশের মেহেন্দির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বিদেশে শো করার নাম করে মানব পাচার সংক্রান্ত কাজ করতেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে দু’জনে মিলে একাধিক জনকে নাকি অবৈধভাবে বিদেশে পাচার করেছিলেন বলে অভিযোগ। তাঁরা নিজের গানের দলের সদস্য বলে কাউকে কাউকে আমেরিকায় রেখে আসতেন।
২০০৩ সালে দালের, তাঁর ভাই ও আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী বকশিস সিংহের দাবি, বিদেশে অনুষ্ঠান করতে নিয়ে যাওয়ার যে চুক্তি করা হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। এমনকি, টাকাও ফেরত দেননি। এদিকে দালের ভাই সামশেরের ২০১৭ সালের অক্টোবরে মৃত্যু হয়। আদালত ২০১৮ সালে দালেরকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। যদিও পরে তিনি জামিনে ছাড়া পান।

Skip to content