সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


করণ জোহর

বলিউড পরিচালক করণ জোহর বন্যাবিধ্বস্ত অসমবাসীর পাশে দাঁড়ালেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ১১ লক্ষ টাকা দান করলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কর্ণকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টিকেও।
হিমন্ত জানিয়েছেন, অসমের বন্যা পরিস্থিতির পাশে দাঁড়ানোর জন্য পুরো ইন্ডাস্ট্রিকে একত্রিত করার যে উদ্যোগ রোহিত নিয়েছেন, তার জন্য তিনি রোহিত শেট্টির কাছে কৃতজ্ঞ। অর্জুন কপূর, রোহিত শেট্টি, সোনু নিগম-সহ একাধিক বলি তারকা বন্যাবিধ্বস্ত অসমবাসীকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাঁরা অনেকেই ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা দান করেছেন।
বন্যায় অসমের কাছাড়, বাজালি, বরপেটা, বিশ্বনাথ, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া-সহ বহু জেলা এখনও জলের তলায়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড় জেলা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, ত্রাণশিবিরে যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁদের প্রতি পরিবারকে তিন হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বন্যায় যে সব পড়ুয়াদের খাতাবই নষ্ট হয়ে গিয়েছে, তাদেরও হাজার টাকা করে দেওয়া হবে।

Skip to content