বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

৮৫ হাজারেরও বেশি খাতা রিভিউয়ের জন্য আবেদন করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর সব বিষয়ে পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছিল ছাত্রছাত্রীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, ২০১৯-এ পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা পড়েছিল ১৯,৮১৮টি।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কোনও পড়ুয়া চাইলে নির্দিষ্ট ভাবে দু’টি বিষয়েরই খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারতেন। যদিও এ বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের জেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, পরীক্ষার্থীরা চাইলে প্রতিটি বিষয়েই পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। সেই ঘোষণার পর সারা বাংলা থেকে মোট ৮৫,২২৪ জন পড়ুয়া পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছেন।
উল্লখ্য, গত ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের একাংশও পাশের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি ছিল, পরীক্ষার উত্তরপত্র দেখা হয়নি ঠিক মতো। এর পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করেছিল, পরীক্ষার্থীরা চাইলে ২০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে খাতা রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন।

Skip to content