বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

হেঁশেলে আগুন ধরিয়ে ফের বাড়ল গ্যাসের দাম। বুধবার এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এর জেরে কলকাতায় ৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম পড়বে ১০৭৯ টাকা করে। পাশাপাশি পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও দাম বাড়ানো হয়েছে।
পাঁচ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩৯৬ টাকা। সিলিন্ডার পিছু ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। এর আগে গত ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছিল। তার পর গত ১৯ মে আরও ৩ টাকা বেড়ে গ্যাসের দাম হয়েছিল ১০২৯ টাকা। এই নিয়ে এক মাসে তিনবার বাড়ল এলপিজি সিলিন্ডাররের দাম।
তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে কমানো হয়েছে। বর্তমানে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১৩২ টাকা।


Skip to content