শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


অভিষেক রায় ও চৈতন্য শর্মার বিয়ে

দেশে সমকামী বিয়ে আইনসম্মত নয়। ধর্মীয় মতে মালাবদল করলেও আইনত কোনও যুগলই একে অপরের পরিবার হিসাবে পান না স্বীকৃতি। একটা সময় সমকামিতাকে অপরাধ হিসেবেই দেখা হতো। যদিও ২০১৮ সালে ৩৭৭ ধারা অপরাধ তকমামুক্ত হয়। তবে আমাদের দেশে সমপ্রেমীরা বিয়ে করার আইনি অধিকার এখনও পাননি। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় দীর্ঘদিনের সঙ্গী চৈতন্য শর্মার গলায় মালা পরিয়ে দিলেন মধ্য কলকাতার এক হোটেলে। চৈতন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। গুরুগ্রামের বাসিন্দা। চৈতন্যের কথায়, আপাতত কিছু দিন কলকাতায় অভিষেকের সঙ্গে থাকবেন।
অভিষেক ও চৈতন্যের বিয়ের ধর্মীয় মতেই সম্পন্ন হয়েছে। রবিবারের বিবাহ-আসরে হাজির ছিলেন অভিষেক ও চৈতন্যের কাছের মানুষজনেরা। ছিলেন মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও কন্যা শ্রীনন্দা শঙ্কর, দুই ফ্যাশন ডিজাইনার দেব ও নীল প্রমুখ। মুগ্ধ নীলের বক্তব্য, শুধু কলকাতা কেন, সারা দেশে সমকামী বিয়ে খুব একটা যায় না। দুই বরকে বরমালা বদল করতে দেখে তাঁর ভাল লেগেছে।
আমন্ত্রিতদের মধ্যে কারও কারও মতে, কলকাতা শহরে এরকম সাজিয়ে-গুছিয়ে জমাটি সমকামী বিয়ে এর আগে খুব একটা দেখা যায়নি।

Skip to content