শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবির একটি বিশেষ দৃশ্যে

জঙ্গলমহল, প্রেম, রাজনীতি, ষড়যন্ত্র, হত্যার ছবি ‘ইস্কাবন’। গ্রামের নায়কের শহর জয় করার গল্প ‘ইস্কাবন’! শহর পেরিয়ে গ্রামের বাংলা সিনেমা ‘ইস্কাবন’-কে ঘিরে সিনেমাপ্রেমী দর্শকদের মনে উৎসাহ তুঙ্গে। অনেকেই ছবিটি দেখতে চাইছেন। তবে তৃতীয় সপ্তাহে ‘ইস্কাবন’ রাজ্যের আরও বেশ কয়েকটি হল ছুঁয়ে ফেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। সিনেমাহলগুলিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছবি পরিচালক মনদীপ সাহার ছবি ‘ইস্কাবন’-কে ঘিরে। দ্বিতীয় সপ্তাহেও ‘ইস্কাবন’ সগৌরবে চলছে।
নতুন এসএমডি এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজের ‘ইস্কাবন’ ছবিতে দর্শকদের নজর কেড়েছে ছবির নায়ক সঞ্জু। বড় পর্দায় তিনি নবাগত। কিন্তু তিনি তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁকে দেখেই চমকে গিয়েছেন সব বয়সী দর্শক। ছবিতে সঞ্জুর কাছে দেশই সব। দেশই তাঁর প্রথম ভালোবাসা। দেশের জন্য জীবনের বাজি রাখা ‘ইস্কাবনে’র আর্মি অফিসার শিব মুখোপাধ্যায় কখন যেন হয়ে উঠেছেন আমজনতার চোখের মণি।
ভারতীয় সেনার বৃহত্তর লড়াইয়ে বীর জওয়ান শিবের ভূমিকায় নবাগত আউশগ্রামের জঙ্গলমহলের ভূমিপুত্র সঞ্জুর অভিনয়, যেন আড়ষ্ঠতা কাটিয়ে, প্রশান্তি এনেছে সবার মনে। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি একেবারে নতুন রূপে দেখা দিয়েছেন। তাঁর অভিনয় দেখে বোঝার উপায় নেই যে এটা তাঁর প্রথম বড়পর্দায় অভিনয়। সঞ্জুকে আগামী দিনে সফল একজন নায়ক হিসেবে পাওয়ার আশায় বেশ আশাবাদী ‘ইস্কাবন’-এর গায়ক নচিকেতা চক্রবর্তীও। এছাড়াও ছবির খলনায়ক সন্টু সোরেনের চরিত্রে খরাজ মুখোপাধ্যায় সকলের মন জয় করে নিয়েছেন।
তিনিও মনে করেছেন আগামী দিনে টলিউডের আকাশে নক্ষত্র হয়ে উঠতে পারে সঞ্জু। নবাগত নায়ক জঙ্গলমহলের সঞ্জুকে সিনেমার পর্দায় দেখে, খুশি সেখানকার সাধারণ মানুষরাও। তাঁরা অনেকেই হল থেকে বেড়িয়েই সঞ্জুর ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। এমনকি, সিনেমাহলেও সঞ্জুকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। আউশগ্রামের সঞ্জু প্রথম ছবিতেই কামাল করে দিয়েছেন। তাঁকে ঘিরে তার জেলা শহর বর্ধমানেও উন্মাদনা তুঙ্গে।

Skip to content