শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। রবিবার কিছুটা নিম্নমুখী হলেও সোমবার অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। রবিবার সক্রিয় রোগীর সংখ্যা ছিল প্রায় ৯২ হাজার। সোমবার সেটি বেড়ে হয়েছে ৯৪ হাজার। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৮ জন সুস্থ হয়েছেন।
দেশে মোট ৪ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫লক্ষ ২৫হাজার ২০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত মোট ১৯৭ কোটি ১১ লক্ষের বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গিয়েছে। আর গত ২৪ ঘণ্টাতে প্রায় আড়াই লক্ষের মতো করোনা ভ্যাকসিনের ডোজ পেয়েছেন দেশের নাগরিকরা। এছাড়াও ১৮ বছর বয়সীদের প্রিকশন ডোজ ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু করেছে সরকার।

Skip to content