একের পর এক চমক। ‘ব্রহ্মাস্ত্র’-র পর ‘সমশেরা’। শুক্রবার রণবীর কপূর অভিনীত ‘সমশেরা’ ছবির ঝলক মুক্তি পেতেই অনুরাগীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। এই প্রথম তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন! ‘সমশেরা’ তাঁকে দেখা যাবে নিজেদের স্বাধীনতা ও মর্যাদার জন্য শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবিটিতে ক্রীতদাস নেতা শামশেরাকে সুন্দর করে তুলে ধরেছে যশরাজ ফিল্মস। করণ মালহোত্রা ছবির পরিচালনা করেছেন। শামশেরা এখানে ১৮৭১ সালে ভারতে ব্রিটিশ শাসনের সময় উপজাতির মানুষদের রক্ষাকর্তার ভূমিকায় রণমূর্তিতে আবির্ভূত হয়েছে। বিন হুডের মতো ধনীদের বাড়ি লুট করে গরিবদের সাহায্য করে শামশেরা। শামশেরা-র বিপক্ষে দেখা যাবে ‘শুধ সিংহ’ ভূমিকায় সঞ্জয় দত্তকে। শামশেরা-র নায়িকা বাণী কাপুর এখানে সোনা নামে এক নৃত্যশিল্পী। এছাড়াও সৌরভ শুক্ল, আশুতোষ রানা, রনিত রায়, পীতবাস ত্রিপাঠী এবং ত্রিধা চৌধুরী রয়েছেন। বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তির দিন। অবশেষে আগামী ২২ জুলাই, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘সমশেরা’।