শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে নতুন ধরনের সুবিধা আনতে চলেছে। এবার আর ‘লাস্ট সিন’ নিয়ে প্রিয়জনের সঙ্গে ঝগড়া হবে না। আপনি চাইলেই বিশেষ কিছু ব্যক্তির থেকে লুকিয়ে রাখতে পারবেন নিজের প্রোফাইল ছবি, স্ট্যাটাস অপডেট, লাস্ট সিন! এতদিন পর্যন্ত আপনার মোবাইলে কারও নম্বর সেভ করা থাকলেই আপনার অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যাক্তি আপনার ফোনের লাস্ট সিন, আপনার প্রোফাইল, সেই ছবির স্ক্রিন শট নিতে পারতেন। এবার ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নয়া পরিকল্পনা নিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন হোয়াট্‌সঅ্যাপ আপডেট করলেই পাবেন নতুন অপশন। প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’, ‘স্ট্যাটাস আপডেট’ বদল করলে ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট’ অপশন দেখাবে। ওখানে ক্লিক করলেই নিম্নের অপশনে গিয়ে সেট করে নিলেই হল।
নতুন আপডেটে চারটি গোপনীয়তা নিয়ন্ত্রণকারী সেটিংস পাওয়া যাবে। সেগুলি হল—
● এভরিওয়ান: এই সেটিংস অন করা থাকলে সবাই আপনার উল্লেখ করা তথ্য দেখতে পাবেন।
● মাই কনট্যাক্টস: এই সেটিংসে আপনার ফোনে সেভ করা নম্বরের ব্যবহারকারীরাই আপনার দেওয়া তথ্য দেখতে পাবেন।
● মাই কনট্যাক্টস এক্সেপ্ট: এই সেটিংসে কিছু নির্বাচিত ব্যবহারকারীই দেখতে পারবেন।
● নো বডি: এই সেটিংসে আপনার তথ্য কেউই দেখতে পাবে না।

Skip to content