সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সরকারি এবং সরকার অনুমোদিত কলেজে ভর্তির প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে বাংলার সরকার। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভা কেবল একটি মাত্র ওয়েবসাইট তৈরির সিদ্ধান্তকে অনুমোদন করেছে। বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জানা গিয়েছে, প্রস্তাবে বলা হয়েছে সরকারি কলেজ, সরকারি অনুমোদনপ্রাপ্ত কলেজ এবং রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য একটি অনলাইন পোর্টালই তৈরি করা হবে।
প্রতি বছরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর কলেজে ভর্তি নিয়ে নানান অভিযোগ ওঠে। তবে কলেজে ভর্তি নিয়ে আর কোনও অভিযোগের সম্মুখীন হতে চায় না উচ্চ শিক্ষা দফতর। সে কারণেই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে পোর্টাল তৈরির কাজ শুরু করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা আবেদন করলে সরাসরি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।

Skip to content