লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী।
অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের সেনাবিভাগের অন্যতম শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী রবিবার সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি অগ্নিপথে নিয়োগ নিয়ে বিস্তারিত জানান। অনিল পুরী পরিষ্কার জানিয়েছেন, সেনাবাহিনীতে বিশৃঙ্খলাসৃষ্টিকারীদের কোনও জায়গা নেই। আবেদনের সময় আবেদনকারীকে মুচলেকা দিয়ে ঘোষণা করতে হবে, তিনি বিক্ষোভে অংশ নেননি। এর পাশাপাশি, আবেদনকারী পুলিশি রেকর্ডও যাচাই করে দেখা হবে। সেনাবিভাগের শীর্ষকর্তা এও বলেন, অগ্নিপথ নিয়ে সিদ্ধান্ত বদল হবে না। প্রত্যাহার করা হবে না এই প্রকল্পও। সেই সঙ্গে তিনি যোগ করেন, এই মুহূর্তে অগ্নিপথ প্রকল্পে মোট ৪৬ হাজার পদে নিয়োগ করা হবে। পরে এই সংখ্যা বেড়ে হবে এক লক্ষ ২৫ হাজারের মতো।
ভারতীয় বায়ুসেনায় নিয়োগের জন্য অনলাইনে প্রথম ধাপ শুরু হবে আগামী ২৪ জুন থেকে। অনলাইন পরীক্ষার ‘ফেজ ওয়ান’ শুরু হবে ২৪ জুলাই। বায়ুসেনায় প্রথম দফার নিয়োগ শুরু হয়ে যাবে ডিসেম্বরের শেষে নাগাদ। সেই সঙ্গে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ৩০ ডিসেম্বর। নিয়োগ প্রসঙ্গে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন, নৌ সেনাবাহিনীর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু ২১ নভেম্বর থেকে। তবে শুধু তরুণরা নন, তরুণীদেরও ‘অগ্নিবীর’ হিসেবে নৌবাহিনীতে নিয়োগ করা হবে।
ভারতীয় বায়ুসেনায় নিয়োগের জন্য অনলাইনে প্রথম ধাপ শুরু হবে আগামী ২৪ জুন থেকে। অনলাইন পরীক্ষার ‘ফেজ ওয়ান’ শুরু হবে ২৪ জুলাই। বায়ুসেনায় প্রথম দফার নিয়োগ শুরু হয়ে যাবে ডিসেম্বরের শেষে নাগাদ। সেই সঙ্গে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ৩০ ডিসেম্বর। নিয়োগ প্রসঙ্গে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন, নৌ সেনাবাহিনীর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু ২১ নভেম্বর থেকে। তবে শুধু তরুণরা নন, তরুণীদেরও ‘অগ্নিবীর’ হিসেবে নৌবাহিনীতে নিয়োগ করা হবে।