সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


কেকে

মাচিস ছবিতে ছোড় আয়ে হম, ওহ গলিয়াঁ’ গান গেয়ে আমজনতাকে মুগ্ধ করেছিলেন কেকে। তাঁর কণ্ঠে গাওয়া ‘হম, রহে ইয়া না রহে কাল’, ‘ইয়ারোঁ দোস্তি’ ‘খুদা জানে’, ‘অলবিদা’, ‘ও মেরি জান’, ‘কোই কহে কহতা রহে’, ‘সচ কহে রহা হ্যায় দিওয়ানা’, ‘তু হি মেরা শব হ্যায়’, ‘দিল ইবাদত’, ‘তড়প তড়প কে ইস দিল সে’, ‘খুদা জানে’ প্রভৃতি গান মন জয় করে নিয়েছিল আসমুদ্রহিমাচলের। কিন্তু এই কেকের গায়ক জীবন কেমন করে শুরু হয়েছিল জানেন? ছবিতে গান গেয়ে নয়, বিজ্ঞাপনী জিংগল গেয়েই তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। প্রায় সাড়ে তিন হাজার বিজ্ঞাপনী গান অর্থাৎ জিংগল গেয়েছেন। জীবনের প্রথম পারিশ্রমিক পেয়ে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন শিল্পী। তিনি ভেবেছিলেন হয়তো সবাধিক ৫০০টাকা পাবেন! কিন্তু সঙ্গীত পরিচালক রঞ্জিত বরাত তাঁকে ওই জিঙ্গেলের জন্য ৫০০০টাকা পারিশ্রমিক দিয়েছিলেন, যা দেখে গায়ক নিজেই হতবাক হয়ে যান। গত ৩১ মে কলকাতায় অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। অসময়ে তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। মৃত্যুর বেশ কয়েকটি দিন কেটে গেলেও অনুরাগীদের মনের মণিকোঠায় এখনও জায়গা জুড়ে আছেন কেকে।

Skip to content