ছবি প্রতীকী
গত শুক্রবার ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বিক্ষোভ শুরু হয়েছে একাধিক জেলায়। অকৃতকার্য পড়ুয়া ও অভিভাবকরা এ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরীক্ষার্থীদের দাবি, ভালো পরীক্ষা দিয়েও তারা অকৃতকার্য হয়েছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক সংসদ একটি বিজ্ঞপ্তিতে জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য স্ক্রুটিনি ও রিভিউ-র তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা আগামী ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রুটিনি ও রিভিউ-র জন্য। অফলাইনে স্ক্রুটিনি ও রিভিউ হবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, একসঙ্গে স্ক্রুটিনি, রিভিউ-র এবং আরটিআই-এর আবেদন করা যাবে না। তবে স্ক্রুটিনি ও রিভিউ-র ফল বেরনোর পর আরটিআই করা যাবে।