শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভারতীয় বায়ুসেনা এবার থেকে দেশের মাটিতেই দেশীয় সংস্থার তৈরি করা অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করবে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানান হয়েছে, বায়ুসেনা ১১৪টি যুদ্ধবিমান কিনতে চলেছে। এর মধ্যে ৯৬টি প্রস্তুত করা হবে দেশের মাটিতে। বাকি ১৮টি যুদ্ধবিমান বিদেশি বিক্রেতাদের কাছ থেকে আমদানি করা হতে পারে। সরকারি সূত্রে খবর, ভারতের বায়ু সেনা ১১৪টি মাল্টিরোল অর্থাৎ বিশ্বমানের যুদ্ধবিমান তৈরি করার বরাত দিয়েছে বিদেশি সংস্থাগুলিকে। তবে তাদের কাছে এমন শর্তও রাখা হয়েছে যে, ৯৬টি বিমান ভারতের মাটিতে তৈরি করতে হবে। এ নিয়ে একাধিক বিদেশি সংস্থার সঙ্গেও কথা হয়েছে বায়ুসেনার। প্রথম যে ৩৬টি বিমান ভারতের তৈরি করা হবে, তার মোট দামের কিছুটা অংশ ভারতীয় মুদ্রায় এবং আর কিছুটা বিদেশি মুদ্রায় মেটানো হবে। ভারতীয় সংস্থাগুলি বাকি ৬০টি বিমান তৈরির প্রধান দায়িত্বে থাকবে। বিদেশি সংস্থাগুলি এবার টেন্ডার জমা দেওয়া শুরু করবে। এর ওপর ভিত্তি করেই যুদ্ধবিমান তৈরির বরাত পাওয়া যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, তাড়াতাড়িই ভারতীয় বায়ুসেনার ডাকা টেন্ডারে লকহিড মার্টিন, বোয়িং, মিগ, ইরকুট, সাব, দাসোর মতো নামী বিদেশি যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থাগুলি অংশ নিতে চলেছে।

Skip to content