সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

গত শনিবার মধ্যপ্রদেশের ভোপালের টিটি নগর এলাকায় এক তরুণী তাঁর স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন। তাঁকে এক জায়গায় অপেক্ষা করতে বলে দোকানে জল কিনতে যান তাঁর স্বামী। সেই সময় ওই মহিলাকে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ফেলে উত্ত্যক্ত করতে থাকে। ওই মহিলা তখন রাগে তাঁদের মধ্যে একজনকে চড় মারেন। ততক্ষণে তাঁর চারপাশে অনেক লোকজন এসে যান। সে সময় তরুণীর স্বামীও এসে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর যখন ওই তরুণী স্বামীর সঙ্গে মটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় চলন্ত বাইকের কাছে এসে মহিলার মুখে এক দুষ্কৃতী এলোপাথাড়ি ব্লেড চালাতে শুরু করেন। ব্লেডের আঘাতে মহিলার কপাল, গাল, চোখের উপরের অংশ ছিড়ে যায়। মহিলার স্বামী কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তখন রক্তাক্ত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর সারা মুখে ১১৮টি সেলাই করেন। ওই তরুণী পেশায় একজন স্বাস্থ্যকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় পুলিশ মামলা দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী ধরা পড়েনি।

Skip to content