ছবি: সংগৃহীত
গত শনিবার দিল্লির শাহীনবাগ এলাকায় ব্যস্ত রাস্তায় এক তরুণী তার মায়ের সঙ্গে বেরিয়ে ছিলেন। এই তরুণী এক সময় রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। আর এর শাস্তি হিসেবে তরুণীর মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিপর্যস্ত তরুণীকে এখন এমস-এর ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন। ২৩ বছরের এই তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিল্লি পুলিশ রোহিতকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু রোহিতকে পুলিশ এখনও গ্রেফতার করেনি। আগেই আদালত রোহিতকে আগাম জামিন দিয়ে রেখেছিল। মন্ত্রীর ছেলে হওয়ায় এই ধর্ষণের মামলাটি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ।
अशोक गहलोत सरकार के मंत्री महेश जोशी के बेटे पर जिस लड़की ने दुष्कर्म का केस दर्ज करवाया था, उस पर कल रात दिल्ली में हमला हुआ, चेहरे पर केमिकल फेंका गया। केस वापस लेने का दबाव बनाया जा रहा है। मंत्री का बेटा फ़रार है, और लड़की ऐमस के ट्रॉमा सेंटर में।
कहाँ हैं राहुल और प्रियंका? pic.twitter.com/MRZDx2mEQs
— Amit Malviya (@amitmalviya) June 12, 2022