ছবি প্রতীকী
মহারাষ্ট্র সরকার কোভিড সংক্রমণ ঠেকাতে ফের বাধ্যতামূলক করল মাস্ক পরা। এ নিয়ে রাজ্য সরকার কোভিড সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে। সেগুলি আগাম সতর্কতার জন্য সব জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে। সেখানেই বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে— ট্রেন, বাস, ভিড় জায়গায়, সিনেমা, অফিস, অডিটোরিয়াম, হাসপাতাল, কলেজ এবং স্কুলে মাস্ক পরা বাধ্যাতামূলক। কারণ রাজ্যের একাধিক জেলায় সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কয়েকজনের দেহে আবার কোভিডের নতুন উপপ্রজাতি বিএ.৪ এবং বিএ.৫ পাওয়া গিয়েছে। তাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে