এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন দু’জন— অর্ণব ঘড়াই এবং রৌনক মণ্ডল। অর্ণব ঘড়াই বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র। আর বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র হল রৌনক মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। এবার পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছেন। এ বছর মাধ্যমিকে সাফল্যের বার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। ৯৪.৬২% শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয়স্থানে আছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। এই জেলায় মাধ্যমিকে পাশের হার ৯৪.২৭%। এছাড়াও কলকাতায় ৯৪.৩৬%, ঝাড়গ্রামে ৯২.০৭%, মালদহে ৮৭.১১%, উত্তর ২৪ পরগনায় ৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.৬১%শতাংশ।
এ বার মাধ্যমিকের ফল বেরল ৭৯ দিনের মধ্যে। পরীক্ষার ফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদ-সহ আরও ১৪টি ওয়েবসাইটের মাধ্যমে। এবছর পরীক্ষা হয়েছিল গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। এবার ৫ লক্ষ ৫৯ জন ছাত্র, আর ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ ছাত্রী পরীক্ষা দিয়েছে। এ বার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে।
এ বার মাধ্যমিকের ফল বেরল ৭৯ দিনের মধ্যে। পরীক্ষার ফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদ-সহ আরও ১৪টি ওয়েবসাইটের মাধ্যমে। এবছর পরীক্ষা হয়েছিল গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। এবার ৫ লক্ষ ৫৯ জন ছাত্র, আর ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ ছাত্রী পরীক্ষা দিয়েছে। এ বার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে।