সোমবার ৭ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

কেন্দ্রীয় ভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ভর্তির বিষয়ে আলোচনার করতে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। ২ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে বৈঠক করবেন বলে খবর। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেও আর বেশিদিন বাকি নেই। ফল ঘোষণার পর ভর্তির চাপ বাড়বে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। সে কারণেই সময় থেকে পুরো ব্যবস্থাপনা ভালো করে খতিয়ে দেখার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। কলকাতার কাছেপিঠে থাকা উপাচার্যরা সশরীরে অংশ নিলেও, দূরে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির সব তথ্যই যাতে পড়ুয়ারা সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেই সঙ্গে ইউজিসি-র নির্দেশ মতো ভর্তির প্রক্রিয়া চলছে কি না সে বিষয়েও বিস্তারিতভাবে শিক্ষামন্ত্রী জানবেন উপাচার্যদের থেকে।

Skip to content