শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


দীর্ঘদেহী মানুষটা ফাঁকা অন্ধেরির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক ঝলক দেখে অমিতাভ বচ্চন না! এমনটা মনে হতেই পারে। আসলে যে ব্যক্তিকে দেখে বলিউডের শাহেনশা মনে হচ্ছে, তিনি আসলে পুণের এক অধ্যাপক।

নেট মাধ্যমে তোলপাড় করা পুণের এই অধ্যাপকের নাম শশীকান্ত পেড়ওয়াল। আইটিআই পুণের পড়ুয়াদের পড়ান তিনি।

কাজের ফাঁকে ফাঁকে অমিতাভ বচ্চনকে নকল করেন শশীকান্ত। অমিতাভ বচ্চনের থেকে উচ্চতা একটু কম হলেও অবিকল তাঁর মতো কথা বলার কায়দা নকল করেছেন।

অমিতাভ বচ্চনের মতোই সেজেগুজে একাধিক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। নেটিজেনরা শশীকান্তের এই ভিডিও দেখে হাজার হাজার লাইক দেন তাঁর ভিডিওর।

শশীকান্ত পেড়ওয়াল এখন বিভিন্ন অনুষ্ঠানেও বিশেষ অতিথি হিসেবে ডাকা পান। তিনি অনেক বিজ্ঞাপনেও অমিতাভ বচ্চন হয়ে অভিনয় করেছেন।

কিছুদিন আগে আবার তিনি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গেই দেখা করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন তিনি।


Skip to content