শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এবার থেকে ফেসবুকে কোনও ছবি, পোস্ট বা মন্তব্যে মোট কতগুলো প্রতিক্রিয়া পড়ল তা জানা গেলেও, কারা করলেন তা আর দেখা যাবে না। এতদিন পর্যন্ত যেকোনও পোস্টে বিস্ময়, পছন্দ, ভালোবাসা, স্নেহ, হাসি এবং রাগ এই ছ’রকম ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারতেন ফেসবুক ব্যবহারকারীরা। কতগুলো এবং কারা প্রতিক্রিয়া জানিয়েছেন সে সব দেখা যেত। তবে ফেসবুকের নতুন নিয়মে এবার থেকে সংখ্যা জানা গেলেও কারা প্রতিক্রিয়া জানিয়েছেন তা আর জানা যাবে না। কয়েকজনের নাম পাওয়া গেলেও দীর্ঘ তালিকা আর দেখা যাবে না। কোনও পোস্ট যদি ৫০ জন ভালোবাসার ইমোজি দেন, আবার ২ জন দিলেন হাসির ইমোজি, সেক্ষেত্রে নোটিফিকেশনে দু’জনের নাম দেখা যাবে। তবে এই নতুন নিয়ম শুধু স্মার্টফোনে চালু হয়েছে। ডেস্কটপ ভার্সনে এখনও কোনও বদল হয়নি।

Skip to content