বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রসুন আমাদের শরীরের পক্ষে খুব উপকারি। কারণ রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। কিন্তু রসুনের তীক্ষ্ণ গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না। তবে ত্বকের জেল্লা ফেরাতে এবং বলিরেখা দূর করতেও রসুনের জুড়ি মেলা ভার। কীভাবে ত্বকের যত্নে রসুন ব্যবহার করবেন?

যাঁরা ব্রণর সমস্যায় ভুগছেন তাঁরা নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। সেই তেল ব্যবহার করলে দারুণ উপকার হবে।

অনেক চেষ্টা করেও, ব্রণর দাগ উঠাতে পারছেন না। ব্রণর দাগের উপর কয়েক কোয়া রসুন থেঁতো করে নিয়মিত লাগান। এক সপ্তাহ পরেই দেখবেন দাগ ফিকে হয়ে গিয়েছে।

পরিমাণ মতো বেসন নিয়ে তার সঙ্গে অল্প দই এবং এক কোয়া রসুন থেঁতো রসুন মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন বলিরেখা খুব তাড়াতারি চলে গিয়েছে।

শুধু মেখে নয় ত্বকে লাবণ্য আনতে সপ্তাহে অন্তত দু’দিন এক কোয়া করে রসুন চিবিয়ে খেতে পারেন।

Skip to content