শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

গত মার্চ মাসের ১৬ তারিখে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে। সেই রীতি বজায় রেখে এবারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা। সূত্রের খবর, আগামী ৩ জুন ফল প্রকাশের প্রস্তুতি নিতে চলেছেন তারা। তবে রাজ্য সরকারের অনুমতি ওপর নির্ভর করছে ওই দিনই ফল প্রকাশ করা যাবে কি না। আগামী সপ্তাহে পর্ষদ কর্তারা রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন জানাবেন। রাজ্য সরকার অনুমতি দিলেই জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশিত হবে। তবে তার আগে মধ্যশিক্ষা পর্ষদের বেশ কিছু প্রস্তুতি বাকি রয়ে গিয়েছে। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা দুই মেদিনীপুরের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। আগামী ২৩ মে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৈঠক হবে। ২৫ মে দুই বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলবেবলে জানা গিয়েছে। সুত্রের খবর, মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ এপ্রিল ও মে মাস জুড়ে ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। এখন পর্ষদের কর্তারা শেষ পর্যায়ের কাজে ব্যস্ত রয়েছেন।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content