শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

স্রেফ ছ’লক্ষ ৭১ হাজার কোটি টাকা মুছে গেল বিনিয়োগকারীদের। টানা টাকার দামে পতনের ফলে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের এই বিপুল পরিমাণ টাকা মুছে গিয়েছে। বুধবার প্রতি ডলারের দাম ছিল ৭৭টাকা ৬১ পয়সা। বৃহস্পতিবার তা দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সায়। শেয়ার সূচকেরও উল্লেখযোগ্য পতন হয়। বৃহস্পতিবার ১৪১৬.৩০ পয়েন্ট সেনসেক্স পড়ে যায়। শেয়ার বাজার যখন বন্ধ হয়, তখন সূচক ছিল ৫২৭৯২। অন্যদিকে ১৬ হাজারে নেমে আসে নিফটি।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content