বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

আমাদের জীবনে যেমন শুভশক্তির অস্তিত্ব রয়েছে, তেমনি রয়েছে অশুভশক্তির প্রভাবও। আপনার ঘরেও এই অশুভ শক্তির প্রভাব থাকতে পারে।

অশুভ শক্তির প্রভাব বুঝবেন কী করে?

হয়তো আপনার বাড়ির কোনও সদস্য বারবার অসুস্থ হয়ে পড়ছেন। ডাক্তার দেখিয়েও কোনও ফল পাওয়া যাচ্ছে না।
কোন শুভ কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। সাফল্য কিছুতেই আসছে না।
সুযোগ পাচ্ছেন কিন্তু সেগুলো সদ্ব্যবহার করতে পারছেন না। কোনও না কোনওভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন।
অকারণে আপনাকে অলসতা গ্রাস করছে। কোনও কাজ করতে ইচ্ছা করছে না।
নিজের বাড়িতে অশান্তি লেগে থাকছে।
হতাশা অনেক সময় চরমে উঠে যাচ্ছে।

অশুভশক্তির প্রভাব থেকে কীভাবে মুক্তি পেতে পারেন?

এই বিষয়গুলি যদি আপনার বাড়িতে অহরহ ঘটে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রভাব রয়েছে। কিন্তু এতে চিন্তিত পড়ার কিছু নেই। সমস্যা যেমন থাকে সমাধানও তেমন থাকে। তাই আপনাকে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে।
ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
বাড়ির মধ্যে ছোট ছোট টব নিয়ে তাতে গাছ লাগাতে পারেন। এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
জলে লেবুর রস সাদা ভিনেগার মিশিয়ে প্রতিদিন তা দিয়ে দরজা জানালা ভালো করে মুছে দিন।
পাপোশের নীচে লবণ রেখে তা দরজার সামনে রাখুন এতে নেগেটিভ এনার্জি দূর হয়।
ঘর মোছার সময় জলে সামান্য নুন মিশিয়ে দেখুন ভালো ফল পেতে পারেন।
গ্লাসের মধ্যে একটু জল নিয়ে তাতে নুন মিশিয়ে বাথরুমের কোন একটি জায়গায় রেখে দিতে পারেন। এতেও নেগেটিভ এনার্জি অনায়াসেই চলে যায় বলে বিশেষজ্ঞদের মত।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে


Skip to content