শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


দিনের পর দিন যৌন হেনস্থার শিকার শিশুকন্যা। অভিযুক্ত শিশুটির বাবা। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে এইধরণের নানা ঘটনা। মেয়েরা হয়তো, মাতৃগর্ভেই একমাত্র সুরক্ষিত থাকে। পৃথিবীর আলো দেখলেই কন্যাদের শিয়রে বিপদ খাঁড়ার মতো ঝুলতে থাকে। ঘরে, বাইরে কোথাও নিরাপদ নয় মেয়েরা। এবার এরকম ঘটনাকে কেন্দ্র করেই মহারাষ্ট্রের নাট্যপরিচালক সইফ হায়দার হাসান তৈরি করেছেন ‘ইয়েস পাপা’। ছবির সমর্থনে পরিচালকের পাশে দাঁড়িয়ে দেশের শিশুকন্যাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
বলিউড অভিনেত্রী হেমা মালিনী’র মনে করেন, বর্তমান সমাজকে শিশুদের নিয়ে আরও সচেতন থাকতে হবে এবং সুরক্ষামূলক হতে হবে, বিশেষ করে শিশুকন্যাদের জন্য। ‘ইয়েস পাপা’ ছবির টিজার শেয়ার করে হেমা মালিনী তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যে ধরণের ঘটনাকে কেন্দ্র করে এই ছবি তৈরি হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবির সৃজনশীল প্রযোজক রাম কমল মুখোপাধ্যায় যখন আমাকে টিজারটি দেখিয়েছিলেন, তখন আমি অনুভব করেছি যে এই সমাজে সচেতনতা তৈরি করতে আমাদের অবশ্যই চলচ্চিত্র নির্মাণ করা উচিৎ। শিশু নির্যাতন একটি জঘন্য অপরাধ, এবং এই অপরাধীদের শাস্তি হওয়া দরকার। ধন্যবাদ চলচ্চিত্র নির্মাতা সইফ হায়দার হাসান এই সংবেদনশীল বিষয়কে যত্ন সহকারে তুলে ধরার জন্য’।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গীতিকা ত্যাগী, যিনি ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। অন্যদিকে, ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এবং পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবন। এছাড়াও, এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দিব্যা শেঠ শাহ, তেজস্বিনী কোলাপুরে, হাসান জায়েদি, নন্দিতা পুরী, সঞ্জীব ত্যাগী সহ আরও অনেককে। ছবিটি খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে। এই ছবিতে এডিটিংয়ের দায়িত্বে ছিলেন প্রবীণ অভিজিৎ দেশপান্ডে। ছবিতে মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড আখ্যানের একটি অবিচ্ছেদ্য অংশ বাজানো হয়েছে, যা ডিজাইন করেছেন রত্নেশ ভগত। সইফ হায়দার হাসান পরিচালিত এই ছবিতে সৃজনশীল প্রযোজকের দায়িত্ব পালন করেছেন রামকমল মুখোপাধ্যায়।

Skip to content