শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কোনও সংস্থা যদি স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয় তাহলে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রয়োজনে হলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিষয়টির দেখভালের জন্য মুখ্যসচিবের নেতৃত্বের কমিটি করা হয়েছে। তাঁরা এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবে সরকারকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পরামর্শ, রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যেই চিকিৎসা করান। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, এ বার তাদের স্বাস্থ্য পরীক্ষা করব আমরা। সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। আমি আবেদন করব, বাইরে না গিয়ে এই রাজ্যেই চিকিৎসা করান। এখানে এখন সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’
অন্যদিকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরে নিয়োগ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘হেলথ রিক্রুটমেন্ট কমিটিকে স্পেশাল কেয়ার নিতে বলা হয়েছে। ডাক্তার, নার্স, প্যাথোলজিকাল কর্মীর প্রয়োজন। স্বাস্থ্য সচিবকে দ্রুত নিয়োগের কাজ শেষ করে ফেলতে বলা হয়েছে।’
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলা নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা কথা। সূত্রে খবর, ফের করোনার ঢেউ আছড়ে পরলেও যাতে নাগরিকদের কোনও সমস্যা না হয়, তা নিয়ে সেই বৈঠকে আলোচনা হতে পারে। করোনা পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Skip to content