শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে। প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ইস্তফাপত্রটি জমা দেন। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত এই খবর পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। গত এপ্রিল থেকে তীব্র আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত হয়ে দেশকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ও ঘোষণা করা হয়েছে। এর পরই বিভিন্ন মহল থেকে রাজাপক্ষের ইস্তফার দাবি জোরালো হচ্ছিল। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক ঋণ ও সুদ বাবদ শ্রীলঙ্কাকে প্রায় ৫২,৪০০ কোটি টাকা ব্যয় করতে হবে। সেদেশের বিশেষজ্ঞদের মতে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এরকম অর্থনৈতিক সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। জ্বালানি, সার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, ওষুধ প্রভৃতির দাম আকাশছোঁয়া। ঠিকমতো পাওয়া যাচ্ছে না প্রতিদিনের প্রয়োজনের রান্নার গ্যাস। দেশে বিদ্যুতের অভাবে ব্ল্যাক আউট চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যামের সূত্রে খবর, শ্রীলঙ্কায় এখন ডিমের দাম ৩০ টাকা। চাল ও গম বিক্রি হচ্ছে কমবেশি ২২০ টাকা ও ১৯০ টাকা কেজি দরে। প্রতি কেজি চিনির দাম প্রায় ২৪০ টাকা। ৮৫০ টাকা প্রতি কেজি নারকেল তেলের দাম।