সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আমরা আমাদের পরিবারে বিভিন্ন আচার-আচরণ মেয়েদের ঠিক যতটা যত্নসহকারে শেখাই, বাড়ির ছেলেদেরকেও ঠিক সেইভাবেই শেখানো উচিত, এমনটা মনে করেন মনোবিদরা। ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেরই উচিত নিজের ঘর এমনকী বাড়ি বা ফ্ল্যাটকে যথাসাধ্য গুছিয়ে রাখা। ছোটবেলা থেকেই যদি সন্তানদের এগুলি শেখানো যায় তাহলে আর ঘর অগোছালো থাকে না। ছোটবেলা থেকেই নিজের খাবারের ব্যবস্থা নিজে করার নিয়মটি যদি সন্তানদের মধ্যে শেখানো যায় তাহলে বড় হয়ে তারা আর কোনও পরিস্থিতিতেই অসুবিধায় পড়ে না। তাই ছোট থেকেই ছেলে কিংবা মেয়ে সকলকেই রান্না করা শেখা উচিত।
ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেরই উচিত নিজের খেয়াল নিতে শেখা। কোন অনুষ্ঠানে কোন ধরনের পোশাক পরবে, কীভাবে নিজেকে সাজিয়ে তুলবে তা অবশ্যই জানা প্রয়োজন। তাছাড়া বাড়ির মহিলাদের সে ছোট বোন কিংবা পরিচারিকা হোক তাঁদের সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলে এবং মেয়ে প্রত্যেককেই এটা শেখানো উচিত। শুধু মেয়েরা নয় ছোটবেলা থেকেই অনেক ছেলেও যৌন নির্যাতনের শিকার হয় তাই ছোট থেকেই তাদেরকে শেখানো উচিত এমন পরিস্থিতিতে পড়লে ঠিক কীভাবে তারা মোকাবিলা করবে—মত বিশেষজ্ঞদের।

Skip to content