ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
দিনের শেষে ঘরে ফিরে আমরা আগে শান্তির খোঁজ করি। তাই ঘরে শান্তি থাকা আবশ্যক। আর সেটা অনেকটা নির্ভর করে দেওয়ালের রংয়ের উপরও। অর্থাৎ বাড়ির ভিতরের আবহ ঠিক কতটা ইতিবাচক, দেওয়ালের রং দেখেই তা বোঝা যায়। তবে, সব রং যে মনে শান্তি আনতে পারে, এমনটা কখনওই নয়। এমন কিছু রং আছে যেগুলো দেখলে এক নিমেষে মন অশান্ত হয়ে উঠতে পারে। তাই ঘরে ঠিক কোন রং করা উচিৎ তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তার উপর কোন রং মনের উপর কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে ভাবতে হলে আরও মুশকিলে পড়ে যান অনেকে। তাই আপনাদের জন্য রইল রংয়ের তালিকা, যা মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
লাল রং সহজে আপন করে নিতে পারে
● আমাদের রক্তের রং যেমন লাল, ঠিক তেমনই ভালোবাসার রংও লাল। তাই ঘরের দেওয়ালে লালের ছোঁয়া থাকলে আপনি ভালোবাসতে বাধ্য। আর লাল রং আপনাকে মুহূর্তে আপনও করে নিতে পারে। তবে সব দেওয়াল টকটকে লাল রং করতে না চাইলে ঘরের যে কোনও একটি কোণ লাল রং করিয়ে নিতে পারেন। ঘরের রং লাল না করলেও পর্দার রং, কুশন কভার বা কার্পেটেও লালের ছোঁয়া থাকতে পারে। তাহলেও নিজেকে ঘরের অনেকটা আপন মনে হবে।
সাদা রং মনের যাবতীয় আকুলতা দূর করতে সক্ষম
● সাদা রং শান্তির প্রতীক। একথা আমরা সকলেই জানি। সেরকমই সাদা রং আমাদের মনেও ইতিবাচক প্রভাব ফেলে। মনের যাবতীয় আকূলতা দূর যেতে পারে সাদা রং দেখলে। মন শান্ত হওয়ার পাশাপাশি চোখের শান্তিও ঘটায় এই সাদা রং। ঘরে প্রকৃতপক্ষে শান্তি পেতে হলে দেওয়ালের রং করুন সাদা। শুধু তাই নয়, দেওয়ালের রং যদি সাদা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ঘরের অন্দরসজ্জাও আপনি নিজের মনের মতো করে করতে পারেন।
দেওয়ালে হলুদ রং করালে মন আনন্দে মেতে উঠতে পারে
● হলুদ আনন্দের রং। আর এই রং ঘরের দেওয়ালে করলে মনে আনন্দ পাবেন। বিষণ্ণতার হওয়ার আশঙ্কাও কমে। অনেকসময় অবসাদের হাত থেকেও রেহাই মেলে এই হলুদ রংয়ের জন্য। তাই বসার ঘর বা শোওয়ার ঘরের দেওয়ালে হলুদ রং করাতেই পারেন। এছাড়াও আপনার রান্নাঘর যদি ছোট হয়, সেক্ষেত্রেও আপনি দেওয়ালে হলুদ রং অনায়াসেই করাতে পারেন।