ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
স্কুলর বিরুদ্ধে বলা চলবে না কোনও কথা। কোনওরকম সমালোচনা বা বিতর্কমূলক কোনও মন্তব্য পোস্ট করা চলবে না নেটমাধ্যমে, সংবাদপত্র বা ডিজিটাল মাধ্যমে। এমনকী, স্কুলের কোনও সিদ্ধান্তের বিরোধিতা করে কোনও বিক্ষোভ কর্মসূচীতে অভিভাবকদের অংশগ্রহণ করাকে দন্ডণীয় অপরাধ হিসাবে বিবেচনা করবে স্কুল। এমনই এক মুচলেকায় (স্ট্যাম্প পেপারে) অভিভাবকদের স্বাক্ষর করিয়ে তবে স্কুলে তাঁদের সন্তানদের ভর্তি করার ঘটনা এবার উঠে এল প্রকাশ্যে। ডিপিএস নিউটাউন-সহ কলকাতার একাধিক স্কুলের বিরুদ্ধে উঠে এসেছে এই অভিযোগ। স্কুল থেকে বাবা মাকে দেওয়া হচ্ছে একটি ফর্ম। সেই ফর্মে বিভিন্ন পয়েন্টটিতেই উল্লেখ করা রয়েছে উপরিউক্ত শর্তাবলিগুলি। এই শর্তে রাজি হলে তবেই অভিভাবকরা স্কুলে ভর্তি করতে পারবেন সন্তানদের, না হলে মিলবে না ভর্তির ছাড়পত্র।