রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সম্প্রতি নতুন একটি গবেষণায় উঠে এসেছে স্বাবলম্বী, স্মার্ট খুদেদের বড় হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হল তাদের পর্যাপ্ত আদর। ওদের আমরা যত বেশি আলিঙ্গন করি, জড়িয়ে ধরি, তত বেশি ওদের বুদ্ধির বিকাশ ঘটে। গবেষণাটি ১২৫ জন সদ্যোজাত শিশুর উপর করা হয়। এক্ষেত্রে যে সকল শিশুরা সঠিক সময়ে (ফুল টার্ম প্রেগনেন্সি) জন্মেছে, তারা প্রিম্যাচিওর শিশুদের তুলনায় আদরে বেশি সাড়া দেয়। তাছাড়াও দেখা গিয়েছে যারা বাবা-মা এবং হাসপাতালে নার্সদের কাছ থেকে বেশি আদর পেয়েছে তাদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানায়। তাই যে সব শিশুদের নির্দিষ্ট সময়ের আগে জন্মায় তাদের মস্তিষ্কের এবং বুদ্ধির যথাযথ বিকাশের জন্য আদর করা, কোলে নেওয়া, জড়িয়ে ধরা অত্যন্ত জরুরি বলে গবেষণায় জানা গিয়েছে।

Skip to content