করোনার চতুর্থ ঢেউ কি তাহলে আছড়ে পড়ল ভারতের মাটিতে? রাজধানী দিল্লিতে একের পর এক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে৷ পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাড়ছে হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার সংখ্যা। সবথেকে চিন্তার এবার আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা অনেক বেশি। গত কয়েকদিনের মধ্যে ৫৩ জন বাচ্চার শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এর মধ্যে শনিবার সকালেই ১৪ জন কোভিড আক্রান্ত শিশুর হাসপাতালে ভর্তির খবর মিলেছে।
অফলাইনে ক্লাস শুরু হতেই একের পর এক স্কুল থেকে শিশুদের সংক্রমণের খবর মিলেছে। এদিন সকালেই আক্রান্ত ১২ জন শিশুকে ভর্তি করা হয়েছে দিল্লির কলাবতী স্মরণ হাসপাতালে। উদ্বিগ্ন শিশু চিকিৎসকেরা জানিয়েছেন, এদের মধ্যে সিংহভাগের কো-মর্বিডির সমস্যা রয়েছে।
শুক্রবার দিল্লিতে নতুন করে ৩৬৬ করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন ২১৮ জন। বেড়েছে রাজধানীর পজিটিভিটি রেটও। বর্তমানে সংক্রমণের হার ৩.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শুধু নয়ডাতেই আক্রান্ত হয়েছে ৭০ জন।
নয়ডার এক স্কুলে একসঙ্গে ১০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে। গাজিয়াবাদের এক স্কুল থেকেও একাধিক পড়ুয়ার সংক্রমণের খবর মিলেছে। বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির এক স্কুল থেকে পড়ুয়া ও শিক্ষকের কোভিড পজিটিভ হওয়ার খবর মেলে। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরই প্রশাসন নড়েচড়ে বসে।
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার কারণে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ২৭ শতাংশই শিশু। যা উদ্বেগের আরও বড় কারণ৷ সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৬৬। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এর সঙ্গেই দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২১ হাজা
অফলাইনে ক্লাস শুরু হতেই একের পর এক স্কুল থেকে শিশুদের সংক্রমণের খবর মিলেছে। এদিন সকালেই আক্রান্ত ১২ জন শিশুকে ভর্তি করা হয়েছে দিল্লির কলাবতী স্মরণ হাসপাতালে। উদ্বিগ্ন শিশু চিকিৎসকেরা জানিয়েছেন, এদের মধ্যে সিংহভাগের কো-মর্বিডির সমস্যা রয়েছে।
শুক্রবার দিল্লিতে নতুন করে ৩৬৬ করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন ২১৮ জন। বেড়েছে রাজধানীর পজিটিভিটি রেটও। বর্তমানে সংক্রমণের হার ৩.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শুধু নয়ডাতেই আক্রান্ত হয়েছে ৭০ জন।
নয়ডার এক স্কুলে একসঙ্গে ১০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে। গাজিয়াবাদের এক স্কুল থেকেও একাধিক পড়ুয়ার সংক্রমণের খবর মিলেছে। বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির এক স্কুল থেকে পড়ুয়া ও শিক্ষকের কোভিড পজিটিভ হওয়ার খবর মেলে। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরই প্রশাসন নড়েচড়ে বসে।
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার কারণে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ২৭ শতাংশই শিশু। যা উদ্বেগের আরও বড় কারণ৷ সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৬৬। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এর সঙ্গেই দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২১ হাজা