মনোসোডিয়াম গ্লুটামেট
নিম্নমুখী কোভিড গ্রাফে ফের ছন্দপতন। সক্রিয় রোগীর সংখ্যা আবার বাড়ছে। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৯ জন। ৬ জনের মৃত্যু হয়েছে। ৮১০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। গতকালের থেকে আজ সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা ছিল প্রায় ১১ হাজার, আর আজ শুক্রবার তা বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার ২০০ জন।
বিশেষজ্ঞদের বক্তব্য, পরিস্থিতিকে কড়া হাতে সামলাতে না পারলে ভবিষ্যতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। তাই সব বয়সিদের টিকাকরণের সাহায্যে রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করতে হবে। সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
বিশেষজ্ঞদের বক্তব্য, পরিস্থিতিকে কড়া হাতে সামলাতে না পারলে ভবিষ্যতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। তাই সব বয়সিদের টিকাকরণের সাহায্যে রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করতে হবে। সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
COVID-19 | India reports 949 fresh cases, 810 recoveries and 6 deaths in the last 24 hours. Active cases 11,191
Daily positivity rate (0.26%) pic.twitter.com/DQkCXm95Hd
— ANI (@ANI) April 15, 2022