বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

মোবাইল বা স্মার্টফোন নিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করতে পারবে না। শিক্ষকরা ক্লাসরুমে ব্যবহার করতে পারবেন না ব্লুটুথ ডিভাইস। শিক্ষক ও ছাত্রছাত্রীদের মোবাইলের ব্যবহার নিয়ে এরকই কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। সোমবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা স্কুলের সীমানার মধ্যে মোবাইল নিয়ে কোনওভাবেই ঢুকতে পারবে না। শিক্ষকদের ক্ষেত্রে ক্লাসরুম ও ল্যাবরেটরিতে ফোন ব্যবহার করা যাবে না। আর একান্ত ফোনের প্রয়োজন হলে শিক্ষকদের প্রধান শিক্ষকের কাছে লিখিত অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। যদিও শিক্ষকদের নির্দেশের ক্ষেত্রে অনুরোধ শব্দটি ব্যবহার করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এও বলা হয়েছে, শিক্ষকরা ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করলে পঠনপাঠন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে মনঃসংযোগ বিঘ্নিত হতে পারে ছাত্রীদের। সেকারণই ক্লাসরুম ও ল্যাবরেটরিতে শিক্ষকদের ফোন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Skip to content