ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
দেওঘরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকরা। রবিবার বিকেলে দেওঘরে বৈদ্যনাথ মন্দিরের নিকট ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ছিঁড়ে যাওয়ায় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বেশ কয়েকজন পর্যটক। এই ভয়াবহ ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। গুরুতর জখম হয়েছেন ১০ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও রোপওয়ের ১২টি কেবিনে ৫০ জন পর্যটক আটকে রয়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনার দু’টি কপ্টার। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। আপাতত বন্ধ রয়েছে রোপওয়ে পরিষেবা।
ঝাড়খণ্ড জেলার দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার অন্যতম মাধ্যম হল রোপওয়ে। পর্যটকরাও পাহাড়ে যাওয়ার জন্য এই রোপওয়ে ব্যবহার করেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল ৫টা নাগাদ ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ের দু’টি ট্রলিতে সংঘর্ষ ঘটে। আর তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন পর্যটকরা। দ্রুত এই দুর্ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড রাজ্য প্রশাসনের তরফে।
ঝাড়খণ্ড জেলার দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার অন্যতম মাধ্যম হল রোপওয়ে। পর্যটকরাও পাহাড়ে যাওয়ার জন্য এই রোপওয়ে ব্যবহার করেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল ৫টা নাগাদ ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ের দু’টি ট্রলিতে সংঘর্ষ ঘটে। আর তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন পর্যটকরা। দ্রুত এই দুর্ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড রাজ্য প্রশাসনের তরফে।