রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


শুক্রবার প্রকাশ্যে এল মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘মিনি’-র ট্রেলার। মাসি-বোনঝির দুষ্টু-মিষ্টি সম্পর্কে রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। বিচ্ছেদ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, তিক্ততা সব মিলিয়ে এটি একটি নারীকেন্দ্রিক ছবি। বিবাহ-বিচ্ছেদ, সম্পর্কে চির ধরার কারণে মেয়ে মিনি-কে সামলানোর দায়িত্বভার তাঁর মাসি তিতলির হাতে তুলে দেন মা। কিন্তু মাসির পক্ষে কি সম্ভব মিনি-কে সামলানো? জানতে হলে ট্রেলারটা ঝটপট দেখে নিতে হবে। তবে, ট্রেলারে এটা স্পষ্ট যে মাসি-বোনঝির বন্ধুত্ব বেশ ভালোই জমবে। এরপরই একটা সময় আসবে যখন বোনঝি মিনির দুষ্টুমিতে তিতিবরক্ত হয়ে যায় তিতলি। তাহলে কি তাদের এই বন্ধুত্বে ফাটল ধরবে? সেটা স্পষ্ট হবে ছবিটি মুক্তি পাওয়ার পর। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে ‘মিনি’। ‘চিনি’ পর আসছে মৈনাক ভৌমিক পরিচালিত ভিন্ন স্বাদের ছবি ‘মিনি’। এই ছবিতে মিনি-র চরিত্রে অয়ন্না চট্টোপাধ্যায় এবং মিনি-র মাসি তিতলি-র চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। মিনি-র মায়ের চরিত্রে রয়েছেন কমলিকা বন্দ্যোপাধ্যায়। এই ছবির হাত ধরেই প্রযোজনায় পা রাখলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। তাঁর সঙ্গে জোট বেঁধে এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাহুল ভঞ্জ।

Skip to content