ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
আগামী ১০ এপ্রিল থেকে দেওয়া হবে বুস্টার টিকা। এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এই টিকা দেওয়া হবে বেসরকারি কেন্দ্রেই। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানান, কোভিশিল্ডের দাম পড়বে ৬০০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে কর। কোভোভ্যাক্স বুস্টার হিসাবে অনুমোদন পেলে তার দাম হবে ৯০০ টাকা। সিরাম ইনস্টিটিউটের সিইও-এর বক্তব্য অনুযায়ী, তাঁদের কাছে কোভোভ্যাক্সের এক কোটি টাকা টিকা রয়েছে। তাঁরা আশা করছেন নীতি আয়োগ আগামী ১০ দিনের মধ্যে এর ছাড়পত্র দেবে। সিরাম ইনস্টিটিউট গত দুই মাসে ৪০ লক্ষ ডোজ কোভোভ্যাক্স রফতানিও করছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ১৫ বছরের ঊর্দ্ধে ছেলেমেয়েরা ৯৬% কোভিডের অন্তত একটি টিকা পেয়েছে। ৮৩% মানুষ পেয়েছে কোভিডের দুটি টিকাই। এ প্রসঙ্গে আদর পুনাওয়ালার জানিয়েছেন, পুরো দেশকে আগামী তিন মাসের মধ্যে কোভোভ্যাক্স টিকা দেওয়াও সম্ভব।