শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ঝাড়খণ্ডের তিলাইয়া সৈনিক স্কুলে ‘জেনারেল এমপ্লয়’ ও ‘ওয়ার্ড বয়’ পদে ২১ জন লোক নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য।

ওয়ার্ড বয়

যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে ইংরাজিতে কথা বলতে পারলে তবেই আবেদন করা যাবে।

বয়স
বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম
মাসিক বেতন ১৯,৯০০ টাকা।

শূন্যপদ
শূন্যপদ ২টি (জেনারেল ১টি, তপশিলি ১টি)।

জেনারেল এমপ্লয়

যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স
বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম
মাসিক বেতন ১৮০০০ টাকা।
শূন্যপদ
শূন্যপদ রয়েছে ১৯টি (জেনারেল ৫টি, ওবিসি ৮টি, তপশিলি ৩টি, তপশিলি উপজাতি ২টি, বিশেষভাবে সক্ষম ১টি)।
উভয় ক্ষেত্রেই বয়স ০১.০৪.২০২২ এর হিসাবে হবে।
পরীক্ষার ধরণ
প্রথমে হবে লিখিত পরীক্ষা। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা ও স্কিল টেস্ট।
আবেদনের পদ্ধতি
দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। এই ফর্মটি পাওয়া যাবে www.sainikschooltilaiya.org এই ওয়েবসাইটে।
কোন কোন নথি দেবেন
আপনার যাবতীয় প্রামানপত্রের স্ব-প্রত্যায়িত নকল। নিজের নাম, ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট আটকানো একটি খাম।আর লাগবে ৪০০ টাকার অ্যাকাউন্টপেয়ি ডিমান্ড ড্রাফ্ট। Principal Sainik School Tilaiya ও পেয়েবল অ্যাট লিখবেন State bank of india, Sainik School Tilaiya branch (Code-3502)
শেষ তারিখ
আপনার এই আবেদনের দরখাস্ত পৌঁছনো চাই ২৩ এপ্রিল ২০২২-এর মধ্যে।
দরখাস্ত করবেন এই ঠিকানায়
The Principal, Sainik School Tiliya, P.O: Tilaiya Dam, Dist: Koderma, Jharkhand, Pin Code: 825413


Skip to content