শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় গ্রামীণ মিশন প্রকল্পের অন্তর্গত খড়গপুর মহকুমার ১০টি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য ‘আশা কর্মী’ পদে ১০১ জন তরুণী নেওয়া হবে।

কারা আবেদন করবেন
মাধ্যমিক পাস বা মাধ্যমিক অবতীর্ণ অবিবাহিতা, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারেন।

বয়স কত হতে হবে
বয়স হতে হবে ০১.০১.২০২২-এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০-৪০ এর মধ্যে। তপশিলিদের বেলায় বয়স হতে হবে ২২-৪০ এর মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কোন ব্লকে কটি শূন্যপদ
কোন ব্লকে কটি শূন্যপদ রয়েছে তা জানতে পারবেন www.paschimmedinipur.gov.in এই ওয়েবসাইটে। এই পদের মোমো নং-৭৯০/এডিভিটি/আইসিএ/পশ্চিম মেদিনীপুর, তারিখ:১৭.০৩.২০২২।

আবেদনের পদ্ধতি
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে।

প্রয়োজনীয় কাগজপত্র
দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রামানপত্রের স্ব-প্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন ‘Application for the post of ASHA for…………. Village under………….. Health sub centre’।

আবেদন পত্র কোথায় জমা দেবেন
দরখাস্ত জমা দেবেন সংশ্লিষ্ট বিডিও অফিস বা বিএমওএইচ এর ঠিকানায়।

আবেদনের শেষ দিন
আপনি আবেদন করতে পারেন ৪ এপ্রিল ২০২২ এর মধ্যে।

Skip to content