সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

লুচি পরোটা থেকে ফুচকা সবকিছুতেই ময়দার ব্যবহার চিরাচরিত। কিন্তু জানেন কি এই ময়দার মধ্যেই আছে এমন কিছু উপাদান যার সাহায্যে আপনি পেতে পারেন পার্লারের মতো ফেসিয়াল করা উজ্জ্বল ত্বক অথচ পার্লারে না গিয়ে। ভাবছেন কী করে তা সম্ভব? খুব অল্প খরচেই বাড়িতে বসে খুব সামান্য উপকরণের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন ঝকঝকে ত্বক।
প্রথমেই মুখে যাতে কোনওরকম ধুলোবালি না লেগে থাকে তাই জল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।
এরপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। এবার একটি পাত্রে ১ থেকে ২ চামচ ময়দা নিন। তার মধ্যে না ফোটানো দুধ দু’ চামচ দিয়ে দিন। ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তবে খেয়াল রাখবেন পেস্টটি যেন খুব পাতলা না হয়। এবার সারা মুখে পেস্ট লাগিয়ে নিন। কিছুক্ষণ পর অর্থাৎ মিনিট ৫ থেকে ৭ রেখে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। এটি করতে পারলেই আপনি তফাৎটা বুঝতে পারবেন। আপনার ত্বকের জেল্লা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে।

Skip to content